Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্বান্ত সমূহ

মে/২০১৩ ইং মাসের  একটি বাজেট সভা করা হয়েছে।

বাজেট সভায় জনগণের সামনে 2013-2014 অর্থ বছরের বাজেট পেশ করা হয়।

এবং জনগণের মতামত নেওয়া হয়।

পরবর্তীতৈ সর্বসম্মতিক্রমে 2013-2014 অর্থ বছরের বাজেট অনুমোদিত হয় এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দপ্তরে প্রেরণ করা হয়।

 

নভেম্বর/২০১২ মাসের মাসিক সভার কার্য বিবরনী

 

উপস্থিত সদস্য

১। জনাব মো:আ:মাজেদ গোলদার,চেয়ারম্যান

২। ,,মোসা:রাজিয়া বেগম      সদস্যা ইউপি

৩। ,, মোসা:হোসনেয়রা বেগম  ,,    ,,

৪।  ,,  মোসা: সিমা বেগম      ,,      ,,

৫। ,,  মো:শাহজাহান ফকির  সদস্য ইউপি

৬। ,, মো: নুরুল আমিন       ,,      ,,

৭। ,, মো: শাহাদৎ হোসেন       ,,   ,,

৮। ,, মো: হাবিবুর রহমান      ,,   ,,

৯। ,, মো: আ:করিম হাং        ,,    ,,

১০। ,,মো:হাবিবুর রহমান সিকদার ,, ,,

১১। ,,মো:কামরুল ইসলাম            ,,  ,,

১২। ,,মো: আবুল কালাম              ,,  ,,

                   অদ্য ইং-১০-১১-১৩ তারিখ জনাব মো: আবদুল মাজেদ গোলদার,চেয়ারম্যান,২নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে নভেম্বর মাসের সাধারন সভা অনূষ্ঠিত হয়।

     সভায় বিগত সভার কার্য বিবিরনী পাঠ ও অনুমোদনের পরে সভাপতি সাহেবের অনূমতিক্রমে অদ্যকার সভার কার্য আরম্ব করা হয়।

(১)আইনশৃংখলাঃ- আইন শৃংখলা পরিস্থিতি সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় জানাযায় অত্র ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিতি ভাল।

(২) কৃর্ষি বিষয়ক ঃ- কৃর্ষি বিষয়ক আলোচনাকালে উপসহকারী কৃর্ষি কর্মকর্তা জানান যে,সরকার কৃর্ষি পূর্নবাসনে ক্ষুত্র প্রান্তিক চাষীদের মধ্যে খেশারী ডাল এর বীজ সার ও পেলেন ডালরে বীজ ও সার বিতরনের সিদান্ধ নিয়াছেন বিধায় ক্ষুত্র ও পা্রন্তিক চাসীদের তালিকা  বাছাই করা আবশ্যক।

    অতপর সরকারের পত্রের নির্দেশ মোতাবেক চাষী বাছাইয়ের সিদান্ত নেন।

(৩) গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন কর্মসূচীঃ-ইউপি চেয়ারম্যান জানান যে, সরকার টিআর কর্মসূচীর আওতায় অত্র ইউনিয়নে ১ম ও দ্বিতীয় কিস্তিতে

১৪+১৪ মোট ২৮ মেটিক টন খাদ্যশষ্যের বরাদ্দ দিয়াছেন।উল্লেখ্য যে, ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দিতে হেইবে।

    অতপর সভায় আলোচনা পর্যালোচনার পরে ধর্মীয় প্রতিষ্ঠানে উক্ত খাদ্যশষ্যের অনুকুলে নিম্ন লিখিত প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়।

১।

প্রকল্পের নামবরাদ্দ
১। ভাজনাকদমতলা মৃধা বাড়ী জামে মসজিদ সংস্কার৪.০০০(চার)মেঃটন
২। পূর্ব মির্জাগঞ্জ বারেকহাং বাড়ী বায়তুলআমান জামে মসজিদ সংস্কার৪.০০০ (চার)মেঃটন
৩। ঘটকেরআন্দুয়া কমিউনিটি বিদ্যালয় সংস্কার২.০০০(দুই)মে:টন
৪। ঘটকেআন্দুয়া আবদুল্লাহ আল জামে মসজিদসংস্কার২.০০০(দুই)মে:টন
৫। কালিকাপুর গনি মুন্সীর বাড়ী জামে মসজিদ সংস্কার২.০০০(দুই০মে:টন
৬। কপারভেড়া আল-আফছা জামে মসজিদ সংস্কার২.০০০(দুই)মে:টন
৭। মির্জাগঞ্জ হাজী বাড়ী জামে মসজিদ সংস্কার২.০০০(দুই)মে:টন
৮। ঘটকেরআন্দুয়া জামে মসজিদ সংস্কার২.০০০(দুই)মে:টন
৯।করাগাছিয়া সিকদার বাড় িজামে মসজিদ সংস্কার২.০০০(দুই)মে:টন
১০। আন্দুযা আবাশন মসজিদ সংস্কার২.০০০(দুই)মে:টন
১১।ভিকাকালী বাজার জামে মসজিদ সংস্কার২.০০০(দুই)মে:টন
১২্ আন্দুয়া ফারুক হাং বাড়ী জামে মসজিদসংস্কার২.০০০(দুই)মে:টন।

 অতপর সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানাইয়া সভার কার্য সমাপ্ত ঘোষনা করেন।

                                                                                                                  স্বাক্ষরঃ- আবদুল মাজেদ গোলদার

                                                                                                                                  চেয়ারম্যান

                                                                                                                          ২নংমির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদ।